বুকের মধ্যে সমুদ্র পোষে
সেই মেয়েটা আমার হোক।
যে মেয়েটা 'আজ এসো না' বলেও
কাজল পরে, মন রাঙিয়ে জানালায় উঁকি দেয়
সেই মেয়েটা আমার হোক।
যে মেয়েটা কিছু না-চেয়েও
না-পাওয়ার অভিমানে আহত হয়
সেই মেয়েটা আমার হোক।
যে মেয়েটা পুরুষে অবিশ্বাস রেখেও
পুরুষেরই প্রতিচ্ছবি আঁকে মনে
সেই মেয়েটা আমার হোক।