সেই মেয়েটার আকাশ কালো চুল ছিলো-
খোপায় গোঁজা মাতাল করা ফুল ছিলো-
সেই মেয়েটার কাল সকালে স্কুল ছিলো-
আজ মেয়েটা সিলিং ফ্যানে ঝুলছিলো।
এই মেয়েটার মেয়ে হওয়াই ভুল ছিলো।
এই মেয়েটা নারী হতেই বাড়ছিলো-
ওদের ভাষায় তার রূপেতে ধার ছিলো।
নদীর শরীর- খুব স্বাভাবিক, বাঁক ছিলো-
নদীর পাড়ে সেই সে লোভী কাক ছিলো।
এই মেয়েটা মাংস ছিল-জানতো না।
জানলে কি আর মায়ের কথা মানতো না?
এই মেয়েটার মানুষ হবার পণ ছিলো।
সেই বিকেলে সে রাস্তা নির্জন ছিলো।
এই মেয়েটার এত্ত সাহস না বলে?
এই মেয়েটা উচিয়ে মাথা পথ চলে?
সেই পথের ওপর একলা কানের দুল ছিল-
এই মেয়েটার শরীর টা তার ভুল ছিল।
হায়নাগুলো উঠিয়ে নিল জোর করে-
ফিরিয়ে দিলো "রাত্রি কালো"-ভোর করে-
সেই মেয়েটা শুণ্য চোখের দৃষ্টি তে-
রক্তে ভিজে আকাশ দেখে বৃষ্টিতে।
এই মেয়েটার কেউ ছিলো না তার পরে-
মানুষ মরে একবারে সে রোজ মরে।
কুকুরগুলো দেখলে তাকে রোজ হাসে-
সেই দোষী - হায়-হাঁপায় সমাজ নাগপাশে।
এই মেয়েটার প্রতিটা দিন খুব ভারী-
সব ফেলে তাই মুক্তি ছিল দরকারি।