বুকের ভেতরে এই ঝড় তুমি জানবে না,
নিরুপায় ধংশের মাঝে কেন এই স্বেচ্ছাদহনে
অনায়াসে স্বপ্নের সরল সংসারখানা ভেঙে ফেলি !
তুমি জানবে না, একখণ্ড মেঘের জন্যে কি বিশাল মরুভূমি
অভ্যন্তরে তুমুল সাইমুমে বিশটি চৈত্রের নিচে পুড়ে যায় - অক্ষম ক্ষোভে !
এই চোখ দেখে তুমি বুঝবে না , কতােটা ভাঙনের চিহ্ন জীবনের কতােটা পরাজয় ছুঁয়ে তার বেড়েছে বয়সের মেধা।
অভিমানে কণ্ঠ বুজে আসে, নিরপরাধ বাসনার চোখে স্বচ্ছ কাঁচের মতাে জ'মে থাকে জল, টলমল---ঝরে না কখনাে…
শরীরে ঘামের ঘ্রাণে শুধু কেটে যায় বেলা,
ক্লান্তিগুলাে খুলে-খুলে আগামীকে বলি :
জননীর অপেক্ষা নিয়ে কতােটুকু রেখেছে আমার পৌষে নবান্নের মতাে কতােটুকু সুস্থির নিশ্চয়তা ?
পরাজয় ক্ষত বুকে উবু হয়ে প'ড়ে থাকা রাতের শরীরে গ্লানির ক্ষরনে ভেসে যায় চাঁদের করুন অবয়ব
তবু তুমি কিছুই জানাে না---
এশিয়ার রাত জানে কতােটুকু অনিদ্রার শােক । জীবনের দুই চোখে বেড়ে ওঠে ভয়ানক কঠিন আক্রোশে !