নিঃসঙ্গতা হলুদ আকাশ - রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

নিঃসঙ্গতা হলুদ আকাশ - রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

কিছু
বলার ছিলো তবু
নিজের কাছে নিজেই আমি
প্রশ্নবো্ধক রেখা !
কিছু বলার ছিলো পাখি
নিজস্ব এক গানের নিবাস
হলুদ আকাশ ঘাসের পোকা
এবং ছায়ার স্নেহ
উদাস বিপুল চুলের নদী
ব্যথার মতো ঠোঁটের ভাজে
রাখলো দ্বিধা ছোঁয়া।
কিছু বলার ছিল শুধু
তো্মার চোখে সাগর দেখে
ধবল হাঁসের সাঁতার হলাম-
আমার কাছেই সকল কথা
অন্তরঙ্গ বলছি একা
এমনি ভাবে বলেই যাব।

Post a Comment (0)
Previous Post Next Post