মসজিদ, মন্দির, চার্চ, গির্জা
ধর্ম কি তবে শিক্ষা দেয়
ধ্বংস, হত্যা, ঘৃণা আর ঈর্ষা?
মুখে জয় শ্রী রাম ধ্বনি, হাতে লাঠি
হয়েছো মস্তবড় হনুমান সেনা
সবার উপরে নাকি মানুষ সত্য
তবে কি কভু মানুষ ছিলে না?
রাম কি কখনো করেছিলো বধ
নিরিহ-নিরপরাধ কাউকে ক্রোধে?
রামরাজত্বে করিতো না কি বাস
কোন অন্য ধর্মের লোকে?
আল্লাহুআকবার বলে চালাও গুলি
ধ্বনি দাও মোহাম্মাদের নামে
অথচ তিনি অসুখেও করেছেন সেবা
নিত্য কাটা দিতো যে তার পথ পানে।
বাণীতে গৌতম বৌদ্ধ বলেছেন
অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ
তবে ও বৌদ্ধ গুরু, তোমার হাতে কেন
আসহায় রোহিঙ্গাদের রক্তের ছাপ?
ওহে পৃথিবীর মানব সন্তান
বলো তুমি মানুষ হইবে কবে?
যখন বুঝিবে মানবতাই পরম ধর্ম
এ পৃথিবী শান্তির হইবে তবে।