সারাদিন তপ্ত ইঞ্জিনের বগির উপর স্টিয়ারিং এ বন্ধি
ইস্পাতের অগ্নিগোলকের সাথে করি নিত্যবেলা সন্ধি,
গার্মেন্টে্সের বোনের হাতে দেখি কতটা পোড়া কয়লা
তোমার আঙুলে ছোঁয়া দিতে আসিনি আলিফ লায়লা
আমি বজ্র হানি ডাকি হাঁক নিপীড়িত জনগণের প্রাণে,
পত্র সুখে থাকতে আসিনি শরীরের মেদ পড়া টানে,
বসন্তদিনের বসন্ত ওলাওঠা চেতনায় আসিনি হাসতে
কুড়ানি মেয়েটি পেরেছে কিনা দিনান্ত অন্ন জোগাতে।।
প্রেমিকের বাহুতে বুকটা ঘেঁষে কাটিয়েছো সারাদিন
বাসায় ফিরতে ভীড়ের মাঝে লাগে ক্ষাণিক ছোঁয়া
জাতপাত আর ছাড় দিলে কৈ প্রেমিকের তুলিস ধোঁয়া
আমি ভেঙে চুরমার করিতে চাই বেশ্যা সামাজিপনা
নারী তোমায় কি করি ঘৃণা মাতা,ভগ্নি তুমি জায়া,
তোমার হতে দূরে থাকি আমি আমার সকল কায়া।।