মানুষ আর নাই,
মানুষেরা হুশ ছেড়ে
হোমোসেপিয়েন্স ভাই।
বদলে গেছে চিন্তাধারা
মানুষ হবার সুখ্যাতি,
টাকার ধান্ধা,ক্ষমতার লড়াই
বিদ্যে বুদ্ধির কুখ্যাতি!
বলতে পারি মানুষগুলো
যন্ত্র মানবের কারখানা,
অবসর থাকেনা আর
কর্ম বিরতি আর রাখেনা।
আগের দিনের মানুষগুলোর
সময় কাটতো রুপকথায়:
আজিকার দিনে ব্যস্ত সবাই
মোবাইল ফোনের চ্যাটবার্তায়!
আগের দিনে মানুষগুলো
সুখ দুঃখের খোঁজ রাখতো
এখন সবাই রোবট মানব
অনুভূতিহীন দুরন্ত!
মানুষগুলো এখন আর
কারো দুঃখে কাদে না,
পাশাপাশি বসে খেলে ও
অভুক্তকে সাধে না!
পুরনো দিনে হতো লড়াই
দেবর-ভাবী, শালী-দুলাভাই!!
আজিকার দিনে সম্পর্ক
ডিজিটাল বাংলার ওয়াইফাই!
মানুষ গুলো এখন আর
মন খুলে হাসেনা;
মুখে মুখে তদারকি
অন্তরে ভাল বাসেনা!
আফসোসের সাথে বলি
যায় দিন ভাল যায়;
চাষা মজুর ডাক্তার শিক্ষক
সবাই ছিল ভাই ভাই!!