কেমন_আছো_তুমি? - হৃদয় বাঙ্গালী

কেমন_আছো_তুমি - হৃদয় বাঙ্গালী

কেমন আছো তুমি?
অনেক'টা পথ পেরিয়ে -সীমান্তের ওপারে দাঁড়িয়ে এই অবেলায়
জানতে ইচ্ছে হলো -
ভুলটা কি তোমার না আমার ছিলো বেশি?
প্রশ্ন করো আজ নিজের অস্তিত্ব'কে
চোখের জল কার বেশি?
প্রশ্ন করো নিজেকে-
ঐ সুদূর আকাশ পানে তাঁকিয়ে তাঁকিয়ে কে বেশি কাঁদে?
তুমি না আমি?
যার চোখে জল বেশি-ভুলটা'তো তার'ই বেশি।
আকাশের চাঁদ দেখে আজ কেনো অশ্রু ফেলো মাটিতে?
এটাই'তো নিয়ম -
যে কাঁদায় সেও কাঁদে -অনুশোচনায় আর আফসোসে।
যে চাঁদ হারায় আঁধারে-সে চাঁদ'ই আবার ঝলমলে জ্ব'লে
কিছু'টা সময় পরে-সময়ের পরিক্রমার বলয়ে।
এটাই'তো নিয়ম-
একটু ধৈর্য ধরতে হয়-একটু অপেক্ষা করতে হয়,
তা না হলে কি-চাঁদের আলো কপালে সয় ?
শুনেছি তুমিও নাকি তোমার ভুলটা'কে চিনতে পেরেছো?
রাতের আঁধারে নাকি অশ্রু গড়িয়ে পড়ে মাটিতে?
তবে কেনো?
এটাই'তো নিয়ম -
মানুষ তার ভুল'টা চিনতে পারে - অনেক'টা সময় পরে,
আঘাত যতটা মেরেছে আমায়
আগামির সুখ কি তা মুছে দিতে পারে
বল?
তুমিও জানো,আমিও জানি -অাঘাত মুঁছা যায়না।
তবে কেনো সময় হারিয়ে ভুল বুঝতে পারার অযুহাত দাঁড় করা? 
মানুষ কেনো ভাবে না
ব্যথা সহ্য করার ক্ষমতা কার কতটা?
কষ্ট সামান্য বলে কিছু নেই,
এটাই'তো নিয়ম -
ছোট আঘাতে হাতির কিছু নয় -তবে পিপিলিকার মরন।
যে ব্যথা দেয়, সেও ব্যথা পায়-যে জ্বালায় সেও জ্ব'লে
দু'দিন আগে পরে।
কতটুকু ভালো  আছো তুমি?
আজো জানতে ইচ্ছে করে।
আমি না হয় ঠকেছি,তবে ভেঙ্গে পড়িনি-বিশ্বাস ছিলো বলে
এটাই'তো নিয়ম-
সময় সব কিছুর সাক্ষী দিয়ে যায়- দেখতে হয় তা অপেক্ষা করে,
যে সুখ চিনেনা -কখনো সুখ আসেনা তার ঘরে।

Post a Comment (0)
Previous Post Next Post