ভালবাসি! ভালবাসি! ভালবাসি!
তোকে ভালবাসি।
তোর চাওয়াকে ভালবাসি!
তোর অবাধ্যতা কে ভালবাসি!
তোর দেয়া প্রতিটা স্পর্শকে ভালবাসি!
তোর সব ভালো লাগাকে ভালবাসি!
তোর ভালবাসার প্রতিটা রং কে ভালবাসি!
ভালবাসি তোর সব অদ্ভুদ খেয়াল কে!
ভালবাসি তোর পূর্ণতা অপূর্ণতার সবগুলো ছায়াকে!
ভালবাসি তোকে!
শুধুই ভালবাসি...
তোর ভালবাসাকে ভালবাসি!
তোর চোখের চাহনিকে ভালবাসি!
ভালবাসি তোর ঘুমন্ত মুখকে!
ভালবাসি রে! খুব ভালবাসি!
তোকে কাছে পেতে ভালবাসি!
তোর জন্য অপেক্ষাকে ভালবাসি!
তোর ক্লান্ত চেহারায় আমায় দেখাকে ভালবাসি!
তোর পরিশ্রান্ত হয়ে যাওয়া দেহকে ভালবাসি!
আমায় তুই ভালবাসিস এটা ভাবতেও আমি ভালবাসি!
শুধুই ভালবাসি! শুধুই ভালবাসি......