চোখের দৃষ্টিতে ঝাপসা চাহনি,
মনের ঘরে বর্ণহীন স্বপ্ন সারথি
খাচ্ছে হোঁচট দিবা নিশি।
তবুও বলবে ভালো আছি?
কোলাহলের মাঝে নিরব আমি,
একাকীত্বের চাদরে হয়ে বন্দি
কল্পনার সাথে আজ করেছি সন্ধি।
তবুও বলবে ভালো আছি?
তোমার শৈশবের ছেলে মানুষী,
আমার বার্ধক্যের পাগলামি,
একই সুতোই গাঁথা সময়ের দুই কাহিনী।
তুমি ছিলে আমার জীবনী শক্তি
আর আজ আমি আশ্রম বাসী।
তবুও বলবে ভালো আছি?
এখানে নেই কোন কমতি
তবুও মন করে যেন কিসের আর্তি।
কারন টা হয়ত আমার নাতনী,
আমার সময় কাটানোর একমাত্র সঙ্গী,
আর আজ আমি সময়ের জালে বন্দী।
তবুও বলবে ভালো আছি?
আজ এখানেই রাখছি।
জানিস? আগের মত আর পাইনা শক্তি,
হার্টের ব্যথাটাও কিঞ্চিৎ বাড়তি,
তবুও বেঁচে আছি আজ অব্ধি।
তোরা ভালো থাকিস এই আমার আর্তি।