তুমি একবার ডেকে দেখো--
আমি নীল সিন্ধু সাঁতরে পার হয়ে যাবো;
বহমান খরস্রোতাকে ধু-ধু মরুভূমি ভেবে হেটে
যাবো;
সমুদ্ররাশির গতি পাল্টে আমার পথ করে নেবো!!
একবার তুমি হাত ধরো--
পৃথিবীর সব বাধাকে দু পায়ে মাড়িয়ে ছুটে আসবো;
ছোট্ট পাতার কুটিরে স্বগর্ের ইন্দ্রমেলা বসাবো;
পাথরের বুকে তোমার জন্য জলকেলী সাজাবো!!
একবার এই চোখে তাকিয়ে দেখো--
দেবতার পূজোর মালা আমি তোমায় অর্ঘ্য দেবো;
কৃষ্ণের বাশীঁর মায়া সুর ভুলে আমি কেবলই
তোমার রাধিঁকা হবো ;
বেল পাতা, ধূপকাঠি আর আবীর সাজিয়ে তোমার
আরতি দিবো!!
একবার তুমি আসবে বলো—
তোমার পছন্দের লাল পেড়ে শাড়ি পরে, কপালে
সিঁদুর রাঙিয়ে, খোপায়
বেলী গুজে, চোখে কাজল একে তোমার অপেক্ষায়
রবো।
যদি না আসো ক্ষতি নেই;
আজ পূবের আকাশে কালবৈশাখী জমেছে ভেবে
ফিরে যাবো।
আগামী সন্ধ্যায় আবার ও সাঝেঁর আলো সাজিয়ে
অশ্বথের নিচে ঠায় দাড়াবো!!
তুমি মাত্র এক পা এগিয়ে এসো—
আমি হরিণীর গতিতে হাজার মাইল এগিয়ে যাবো