সেদিন তৃষ্ণার্ত দুপুরে ঝিলের পাড়ে গিয়েছিলাম
এক আজলা পানির আশায়। কাকচক্ষু স্বচ্ছ ঢেউয়ে
তাকাতেই স্পষ্ট ভেসে উঠল তোমার জলছবি।
পিপাসাতর্ আমি পারিনি সেদিন আমার পিপাসা
মিটাতে - যদি ঢেউয়ে হাত দিলেই তুমি অস্পষ্ট হয়ে
যাও এই ভয়ে।
তুমি কি রে শহরের সেই গাঙচিল আর সমুদ্রের গল্প শুনেছো?
পিপাসার্ত গাঙচিল পানিতে এক চুমুক ঠোটঁ
ছোয়াতো না যদি সমুদ্র শুকিয়ে যায় এই আশঙ্কায়।
সূযের্র প্রচন্ড দাবদাহে একদিন তার ছোট্ট বুকটা
স্পন্দন হীন হয়ে গেল।
সেদিন ঢেউয়েরা ওই নিথর দেহটিকে ভাসিয়ে
নিয়ে গিয়েছিল মাঝ সমুদ্রে।
সেদিন তাকে সমুদ্র পরম আদরে ঠাঁই দিয়েছিল তার নীল বিশালতায়,
কান্না ঝরেছিল ঢেউয়ের প্রচন্ড গজর্ন আর
কষ্টের তীব্রতায়।
সমুদ্র কি পারতো না নিজে ছোট ঢেউ হয়ে ওই
গাঙচিলের তৃষ্ণার্ত পালক ভিজিয়ে তার তৃষ্ণা
মিটাতে ....যেমনি তুমি পারোনি একবার এসে
আমার অপেক্ষার পালা শেষ করতে?
তুমি ও হয়ত একিদন ফিরে আসবে; সেদিন আমি
আর থাকবোনা মাঝরাতে ঘরের দরজা খুলে দিতে,
ক্লান্ত তোমায় গান শুনাতে কিংবা ভোরবেলায়
তোমার ঘুম ভাঙানো পাখি হতে!!!
তোমার নিশ্চুপ অবহেলায় অভিমানী আমিও
একদিন নিরব আর নিথর হয়ে যাব ওই গাঙচিলের মতো ;
সেদিন তুমি কি আমায় সমুদ্র হয়ে একবার জড়িয়ে
ধরবে তোমার বুকে ???
কোনো পড়ন্ত বিকেলে একটা দীর্ঘ নিঃশ্বাস
ফেলবে আমায় ভেবে???
কিংবা আকাশে পাঠাবে নীল চিঠি নীল খামে!!!!!!!!