আর কতটা পথ হাটলে...
কতটা সাগর সাতরালে...
কত উচ্চতার পাহাড় ডিঙালে...
কতটা মরুভূমিতে পুড়লে...
কতটা আকাশ পাড়ি দিলে........
আর কয়টা বর্ষায় ভিজলে...
কতগুলো তুষার রাত নির্ঘুম কাটালে...
কত শরতের ঝলমলে রোদ বিষন্ন হলে...
আর কতদিন বসন্তের রঙে নিজেকে না সাজালে.......
আর কতগুলো নীল পদ্মের রঙে নীলাভ হলে...
হৃদয়ে আর কত রক্তক্ষরণ হলে...
আর কত বার না বলা চোখের আদরে তোমাকে ছুয়েঁ গেলে...
আর কতটা গভীরতার সীমানা মাপলে...
নিজেকে বিবর্ণ করে আর কত নীল তিমির আভিজাত্যের অভিজাত হলে...
আর কতবার "ভালোবাসি" বললে তোমার বুকের ঠিক মাঝখান থেকে একবার --- শুধু মাত্র একটি বার "ভালোবাসি" বলবে!!!!