বাতাস ছিলি তুই, বাঁচার উপাদান
এক গ্লাস জল ছিলি ক্লান্তিতে
ভালোলাগা তোতে এসে শেষ হোতো
ভালোবাসাটা বুঝতে পারিনি রে !
তোর সব কথা নিয়ে দিন কেটে যায়
তোকে পাশে চাইনি কক্ষনো
আলোকে ছুঁতে চাওয়া যায় ?
তাই তেকেও বোঝা হয়নি এবারেও !
তোকে নিয়ে গর্ব আমার ছিলো
তুই সবার থেকে একদম আলাদা
মানুষ ছিলি তাই "চাওয়া"টাই স্বাভাবিক
আমি কাল্পণিক, তাই দিতে পারলাম না রে!
তুই আমার তুই , ভালোলাগার সই
মন্দ তুই হোতেই পারিস না
আমায় যদি কাঁদিয়ে পাস সুখ তুই
নে একবুক কান্না, আজ আর "না"বলবো না রে !!