হিংসাই শুধু দেখেছ এ চোখে? দেখ নাই আর কিছু?
সম্মুখে শুধু রহিলে তাকায়ে, চেয়ে, দেখিলে না পিছু!
সম্মুখ হতে আঘাত হানিয়া চ'লে গেল যে-পথিক
তার আঘাতেরি ব্যথা বুকে ধ'রে
জাগো আজো অনিমিখ?
তুমি বুঝিলে না, হায়,
কত অভিমানে বুকের বন্ধু ব্যথা হেনে চ'লে যায়!
আঘাত তাহার মনে আছে শুধু, মনে নাই অভিমান?