ভুলের আসামী - সৈয়দা ফারজানা

ভুলের আসামী - সৈয়দা ফারজানা

চোখের
চৌকাঠ
পেরুনো জল,
সবর্স্ব গ্রাস করে
নেয়া বিষাদের চোরাবালি।
আমাকে তোমার খেয়ালী
দন্ডবিধি মোতাবেক
অনেক শাস্তি দিয়েছে।
নিশাচর করে ফেলেছে।
চার পা ওয়ালা বিছানায়
এপাশ ওপাশের যন্ত্রনা
সে শুধু আমি জানি,
নিস্তব্ধ রাতে ঘড়ির
নির্ভুল আওয়াজ শুনি।
ঘুমপাগলী এই আমার
আজ ঘুম লাগেনা।
আমি এখন
আধারের কয়েদী।
ভুলের আসামী।

Post a Comment (0)
Previous Post Next Post