আমি নারী - যারীন তাসনিম চৌধুরী

আমি নারী

আমি হৃদয় দিয়ে বিশ্ব জয় করি।।
পুরুষ বলে আমি সুবাস ছড়াই, আকৃষ্ট করি,
মাতোয়ারা ভ্রমর কে কাছে ডাকি।
আমার দুচোখের চাহনিতে নাকি পুড়ে যায় বনের পর বন, ধ্বংস হয় হাজার ও গ্রাম।
কিন্তু হায় শুধুই কি তাই!
আমি নারী ।।
আমি কামনার আগুনে শুধু পোড়াই না, 
ভালবাসার শুধায় হৃদয় পূর্ণ করি।
কখনও অশ্বথের ছায়া হই,
কখন ও মরা নদীতে জোয়ার বয়ে আনি।
আমি তুষার হিমপ্রাচীরে উষ্মতার রোদ ছড়াই।
আবার কখনওবা কুল হারা নাবিক কে কুল খুঁজে দেই।
আমি নারী।।
আমি সৃষ্টি করি, আমি সভ্যতা গড়ি।
আমি কখনও মা, কখনও প্রেয়সী, কখনও বা কারও চোখে স্বপ্নচারিণী
কারণ আমি নারী ।।
Post a Comment (0)
Previous Post Next Post