আমি বলছিনা ভালোবাসতেই হবে,আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার জন্য।
বাইরে থেকে খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।
আমি বলছিনা ভালোবাসতেই হবে,,আমি চাই
কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছিনা,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারী মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক:
আমার জল লাগবে কিনা,নুন লাগবে কিনা।
এটো বাসন,গেন্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি।
কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছিনা,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারী মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক:
আমার জল লাগবে কিনা,নুন লাগবে কিনা।
এটো বাসন,গেন্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি।
আমি বলছিনা ভালোবাসতেই হবে,,আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা
খুলে দিক।কেউ আমাকে কিছু খেতে বলুক।
কাম-বাসনার সঙ্গী না হোক,কেউ অন্তত আমাকে
জিগ্গেস করুক: 'তোমার চোখ এত লাল কেন?'
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা
খুলে দিক।কেউ আমাকে কিছু খেতে বলুক।
কাম-বাসনার সঙ্গী না হোক,কেউ অন্তত আমাকে
জিগ্গেস করুক: 'তোমার চোখ এত লাল কেন?'