পরের  জন্মে - কাকলী রায় ঘোষ

পরের  জন্মে - কাকলী রায় ঘোষ

পরের  জন্মে - কাকলী রায় ঘোষ
সন্ধ‍্যে নামে পরীরা সব 
       স্বপ্ন সাজায় সেই ঘরে ,
মোমের আলোয় ভাসবো না হয়
        বলবো কথা মন ভরে ,,
এই জন্মের চিঠি গুলো
      পড়বো দুজন খাম খুলে ,
যেই নামেতে ডাকিস আমায়
     যাস্ না যেন নাম ভুলে ,,
ঝাপসা ভোরে ফিরবো হেঁটে
  নদীর বালির চর বেয়ে ,
বলবি আমায় তুই কি আমার
     স্বপ্নে দেখা সেই মেয়ে ??
পরের জন্ম নাই বা হল  
       ভাবনা টা থাক  মন জুড়ে ,
এই জন্মের ইচ্ছে ডানায়
     ওই জন্মে যাই উড়ে।।
Post a Comment (0)
Previous Post Next Post