তোমাতেই খুঁজি নিজেকে প্রতিক্ষণ---- কাশেম হাবিবি।

তোমাতেই খুঁজি নিজেকে প্রতিক্ষণ---- কাশেম হাবিবি।

হেরিছিনু রূপের ঝলক, চোখের পলকে,
 হৃদয়ের গহীন কোণে সঙ্গোপনে
সপ্তমী চাঁদের আলো, ম্লান হয়েছিলো,
হেরিয়া ঐ মোহনীয় রূপ,
দৃষ্টি আমার অন্ধ হলো রূপের ঝলকে।

কৃষ্ণচূড়া ফুলের কোলে
অনুরাগে অনুভূতি জাগে শিহরণে
তোমার ঐ রূপের  কিরণে।

কোন এক অলস প্রহর,
ভালোবাসার মগ্নতায় হলেম বিভোর, 
নয়নে নয়ন রাখিলাম যখন, 
মনটা বুঝি তখন আমার গহীন কুঞ্জবন।

মর্মে মরেছি কুলে কালি মেখে,
তোমার চরণে নিজকে সঁপে,
এ লাজকে সখি কাজল ভেবে,
চোখের পাপড়িতে বরণ করিলাম যবে।

রাতের গভীরে প্রোথিত প্রেম,
চাঁদের জোছনায় জাগে শিহরণ, 
চোখের চাহনি, হেনেছে মরনের বাণ,
তোমাতেই খুঁজি নিজেকে প্রতিক্ষণ।
Post a Comment (0)
Previous Post Next Post