আমার সবকিছু হারাল এই ব্যাস্ত শহরে,
আমার মনকে কেড়ে নিল, কোন এক ইট পাথরে।
মনকে করেছে নষ্ট, করেছে আমায় পথভ্রষ্ট।
মনটা আমার পাষাণ পুরি,
তাতেকি আর আছ তুমি,
যতই কান্না কাঁদ তুমি,
ফিরবনা আর আগের আমি।
হলুদ সাজে লালটুকটুকে রমণী তুমি।
ভালবাসায় করব পাগলামি,
আমি কি আর আছি সেই আগের আমি।
সর্বদা আমি ঘৃণার পথে ধাবমান।
তাই মান-সম্মান ভুলে করি তোমায় অপমান।
মানুষ দেখে মানুষ চিনি।
চোখ দেখে মাপতে পারি।
যতই বল মিষ্টি কথা,
যতই দেখাও মিথ্যা মায়া,
ঠকে যাওয়া এই আমি, এখন ঠকাতেও জানি।