যুগল বন্দী - কে জি মোস্তফা

যুগল বন্দী - কে জি মোস্তফা


প্রকৃতির আদিম অধিকারে
বৃষ্টি আসে বৃষ্টি যায়
শিকড় থেকে  ক্ষরিত আলোর কথা ভেবে
অরণ্য প্রচ্ছদ বদলায়,খুলে দেয়
সবুজ পাতার ঝাঁপি
খুলে দেয় কবিতার মুখ।

কী সাবলীলভাবে ওরা প্রকৃতির দূরত্ব জানে
জানে বলেই মাটির গভীরে কত সহজ চলাচল
এ যেন নিশ্চিত এক যুগলবন্দী।

তোমার কবিতা কেন
সংস্কারের পাঠ জানে না
তোমার লেখায় কেন ঝরে পড়ে
শুধু সনির্বন্ধ শরীর।

এসো কোমল ধৈবত থেকে ঋষভে
এসো কবিতায় ছুঁয়ে থাকি শিকড়ে শিকড়।
        ----

Post a Comment (0)
Previous Post Next Post