বুঝবি একদিন বুঝবি
জল ডিঙিয়ে নদীর তীরে-
হাতড়ে হাতড়ে খুঁজবি,
বুঝবি একদিন বুঝবি।
চোখের কোণে অশ্রুজল
আঁচল দিয়ে মুঁছবি।
ঝিলের জলে পদ্মতলে
পানকৌড়ির মতন করে
আমারে তুই খুঁজবি
বুঝবি একদিন বুঝবি।
মায়ের বুকের শিশুর মতন
ঘুম ভাঙ্গবে তোর চিৎকারেতে্
চোখ মেলে তুই দেখবি যেদিন
হাতের পাশে শূন্যতারে,
বুক ফুপিয়ে হাপড়ে হাপড়ে
কাঁদবি সেদিন কাঁদবি
বুঝবি একদিন বুঝবি।
মরুর বুকে পথিক যেমন
উষ্মতারে বুকে রেখে
বালির ঢেউয়ে ভ্রম্য দেখে
যেমনি করে জলের আশায়
ছুঁটে চলে পাগল বেশে,
তেমনি করে ছুঁটবি
বুঝবি একদিন বুঝবি।
সিঁদুর মুছা নারী যেমন
স্বামীর কদর বুঝে
অন্ধকারে পথিক যেমন
আলোর কদর বুঝে
তেমনি করে বুঝবি।
খুঁজবি একদিন খুঁজবি
ছাঁয়ানটের বটতলা আর
স্বপ্নভাঙ্গা ঘুমের মাঝে
আমারে তুই খুঁজবি
বুঝবি একদিন বুঝবি।