সে - যারীন তাসনিম চৌধুরী



কি অদ্ভুত !!!

কত কিছু বলব চিন্তা করি,
কত অভিযোগ পুষে রাখি,
কত অভিমানের পাহাড় জমায় রাখি,
কত  খরতাপ পোহায়,
কত অনুভূতি অব্যক্ত রয়ে যায়  ....কোনো কিছুই বলা হয় না,

না বলা কথাগুলো থেমে যায় একরাশ অভিমানে।

আমি অপেক্ষায় থাকি সেই পড়ন্ত বসন্ত বিকেলের।

যেই বিকেলে সারাদিনের কমর্ব্যস্ততা শেষে সকল ক্লান্তি দূরে ঠেলে সে আমার কাছে এসে বলবে - আজকের এই বিকেল শুধু  আমাদের।

এই বিকেলের প্রজাপতির রং, দূরে মিষ্টি সুরে গেয়ে যাওয়া কোকিলের গান আর পাগল করা মাতাল বাতাস শুধু আমাদের - "সে"  যার জন্য আমার প্রতি মুহূর্তের অপেক্ষা।

Post a Comment (0)
Previous Post Next Post