বসন্তের প্রচন্ড ঘন কমলা রোদের মাঝে
একাকী অবস্থায় প্রথম মুখোমুখি হব
তুমি আর আমি।
যেখানে সকল রকম নিঃসঙ্গতা,নির্বাকতা
আর আড়ালের ঠান্ডা পর্দার প্রাচীর নিঃশ্চিহ্ন হবে চিরতরে।
আমি ভুলে যাব আমার মর্মান্তিক দীর্ঘশ্বাসের কথা,
যারা তোমার জন্য ব্যথিত ছিল বহুকাল।
কঠিন পাহাড় যেখানে মিশে একাকার হয়ে গেছে
কোনো শ্যামল সরস উপত্যকায়,
যেখানে হারিয়ে গেলে পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়।
সেই হারিয়ে যাওয়া পথের একেবারে শেষ সীমান্তে
মুখোমুখি দাঁড়িয়ে থাকব তুমি আর আমি।
হঠাত্ ই আকাশে ধরা দেবে তখন রামধনু।
সেই রামধনু আকা রঙিন বাঁকা পথের দুধারে মুখোমুখি দাঁড়িয়ে থাকব
তুমি আর আমি।
ফাল্গুন সেদিন দ্বারস্হ আমার।
প্রতিটি গাছের প্রতিটি ডালপাতার ফাঁকে উকি দেবে
রঙিন সব লতা ফুল ফল পাতা।
সেদিন তুমিও তোমার যৌবন সিক্ত
লতা ডালপাতার ছাঁয়ায় লুকিয়ে রাখবে বহুকাল আমায়।
আর তোমার প্রগাঢ় সোহাগ চুম্বন ও যৌবন গায়ে মেখে আমি খুব কাছাকাছি ছুঁয়ে থাকব তোমায়।