নগরী জনশূণ্য
চোখে পড়ল মাকড়সার জাল,
জাগ্রত মনুষ্যত্ব গেল থমকে
দেখে রুপক স্বপ্নের বাস্তব চিত্রের হাল!
এই তো বিশ্বাসের হালখাতা
সব যেন জিলাপির প্যাচের ঘূর্ণিপাক,
সিগারেটেরর ধোঁয়ার মতো বিষাক্ত চারদিক
বিবেকের সাথে ঝগড়া চলছে একঝাঁক!
মেঘের রহস্য আজও অজানা
মধ্যরাতে কাকের ক্রন্দনের চিৎকার!
পৃথিবী টা পরিণত ছোট্ট অ্যালবামে
মনুষ্যেতর ভীরে আসছে ধীরে,
আধাঁরের রক্তস্নাত ধাপ
সংমিশ্রণে যেন এক জলমুখশের ছাপ!