আমার অস্থিরতার কারণ তুমি,
শান্ত হওয়ার আবেশ তুমি ,
হাজার প্রশ্নের উত্তর তুমি ,
আমার অসম্পূর্ণতায় পরিপূণর্তা তুমি!
তপ্ত বৈশাখে মাতাল বাতাস তুমি,
হিম প্রাচীরে উষ্ণতার রোদ তুমি,
মোনালিসার ঠোঁটে বাকানো হাসির কারণ তুমি,
মিসির আলির অমিমাংসীত রহস্যের মীমাংসা তুমি।
হিম প্রাচীরে উষ্ণতার রোদ তুমি,
মোনালিসার ঠোঁটে বাকানো হাসির কারণ তুমি,
মিসির আলির অমিমাংসীত রহস্যের মীমাংসা তুমি।
ভেসে যাওয়া উত্তাল বাণে জড়িয়ে ধরা খড়কুটো তুমি,
অনুভবের প্রতিটি অনুক্ষণের অনুভূতি তুমি,
অমাবস্যার ঘোর কাটানো চাঁদনীপসরা তুমি,
নীহারিকা, ধুমকেতু আর হাজার আলোকবর্ষে বিস্তৃত তুমি,
অনুভবের প্রতিটি অনুক্ষণের অনুভূতি তুমি,
অমাবস্যার ঘোর কাটানো চাঁদনীপসরা তুমি,
নীহারিকা, ধুমকেতু আর হাজার আলোকবর্ষে বিস্তৃত তুমি,
আমার লেখনীর একাগ্রতা তুমি,
লেখা কবিতা খাতার অন্তর আত্মা তুমি,
পঙ্খীরাজ ঘোড়ায় চড়ে আমায় উড়িয়ে নিয়ে যাওয়া রাজকুমার তুমি,
স্বপ্ন আর বাস্তবতার সেতুবন্ধন তুমি ,
লেখা কবিতা খাতার অন্তর আত্মা তুমি,
পঙ্খীরাজ ঘোড়ায় চড়ে আমায় উড়িয়ে নিয়ে যাওয়া রাজকুমার তুমি,
স্বপ্ন আর বাস্তবতার সেতুবন্ধন তুমি ,
সৃষ্টির শুরু থেকে অনন্ত কাল তুমি,
আমার শুরু থেকে শেষ তুমি,
আমার আমি - তার অস্তিত্ব কেবলই তুমি !!
আমার হাসি-কান্না, রাগ - অভিমান, অহংকার ঐশ্বর্য , ভালোলাগা - ভালোবাসা তুমি !
আমার শুরু থেকে শেষ তুমি,
আমার আমি - তার অস্তিত্ব কেবলই তুমি !!
আমার হাসি-কান্না, রাগ - অভিমান, অহংকার ঐশ্বর্য , ভালোলাগা - ভালোবাসা তুমি !
এই আমার শুধুই তুমি...।।